Dead Body in Temple: মনাস্ট্রিতে মরণডাক! বৌদ্ধ গুম্ফায় ৭৩ লাশ, চলত সাধনা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড়হিম করা কাণ্ড! শুনলে আঁতকে উঠবেন তবে বাস্তবেই ঘটে যে এমন কাণ্ড। একটি বৌদ্ধ মঠ থেকে উদ্ধার করা হয়েছে ৭৩ টি মৃতদেহ। মঠের ভিতর লুকিয়ে রাখা হয়েছিল, এক-দুটো নয়, ৭৩টা লাশ। কোথা থেকে এল এত মৃতদেহ? কেনইবা জমানো হয়েছে মৃতদেহ? জানা যায় যে বৌদ্ধ ভিক্ষুদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করা হত এই মৃতদেহগুলো। তবে এখানেই শেষ নয়। ওই একই বৌদ্ধমঠে তল্লাশি চালিয়ে পুলিস উদ্ধার করেছে প্রায় ৬০০ কুমির। মঠের মধ্যেই এক পুকুরে চাষ করা…