মাকে মমি বানিয়ে ১৩ বছর ধরে একঘরে ‘সহ-বাস’! তাজ্জব করা হাড়হিম ঘটনা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাতৃপ্রেম না মানসিক বিকৃতি? কী বলা যায় একে! মানসিক বিকৃতি-ই বটে! সমাধি থেকে তুলে এনে মায়ের দেহকে মমি বানিয়ে বাড়ির সোফায় ১৩ বছর ধরে শুইয়ে রেখে দিয়েছিল ছেলে। শেষমেশ পুলিস গ্রেফতার করেছে ওই ছেলেকে। আর উদ্ধার করেছে মায়ের মমি। ঘটনাটি ঘটেছে পোল্যান্ডে। পুলিস ওই ব্যক্তিকে গ্রেফতারের পর হাসপাতালে ভর্তি করেছে। সেখানে তাঁর চিকিত্সা করছে মনোরোগ বিশেষজ্ঞরা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মারিয়ান এল। মারিয়ানের ভগ্নীপতি যখন তাঁর বাড়িতে ঘুরতে আসে, তখন বাড়ির মধ্যে…