সোমে ছুটবে কানারা ব্যাঙ্কের শেয়ার, এই খবরের পড়বে প্রভাব ?
Business News: আগামী সপ্তাহেই আসতে পারে এই খবর। কানারা ব্যাঙ্কের (Canara Bank) বোর্ড নিতে পারে বড় সিদ্ধান্ত । সরাসরি যার প্রভাব পড়তে পারে শেয়ারে (Stock Price)। যার ফলে সোমবার থেকে এই ব্যাঙ্কের শেয়ার (Share Price) নজরে থাকবে সবার। Canara Bank shares: ২৬ ফেব্রুয়ারি হবে এই বৈঠক কানারা ব্যাঙ্কের শেয়ারগুলি সোমবার নজরে থাকবে বিনিয়োগকারীদের। ব্যাঙ্কের পরিচালনা পর্ষদ 26 ফেব্রুয়ারি 2024-এ নির্ধারিত বৈঠকে একটি স্টক স্প্লিটের বিষয়ে বিবেচনা করতে চলেছে৷ যদি অনুমোদিত হয় তবে এটি হবে দ্বিতীয় বড় কর্পোরেট ইভেন্ট। প্রায় সাত…