Brazil Football Team News: সেলেকাওদের সোনালি দিন কি ফিরবে? ডুবন্ত ব্রাজিলকে বাঁচাতে বিরাট পদে রোনাল্ডো
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কে বলবে ব্রাজিল (Brazil Football Team News) পাঁচবারের বিশ্বকাপজয়ী দল! যে রেকর্ড আর বিশ্বের কোনও দলের নেই, সেই সেলেকাওদের সোনালি দিন আজ অতীত, ব্রাজিল যেন আজ ধুঁকছে! অনেকদিন ধরেই পেলের দেশের ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না। দলে একপ্রকার পরিবর্তনের হাওয়া লেগেছে। কোচ দোরিভাল জুনিয়রের পৌরহিত্য়ে শুরুটা উড়ন্ত হলেও সময়ের সঙ্গে তা মাটিতে নেমে এসেছে। চলতি বছর মহাদেশীয় আসরে শেষ চারেও যেতে পারেনি ব্রাজিল। হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। বছরের শেষ ম্যাচেও সেই একই প্রতিপক্ষের কাছে…