ঘুষকাণ্ডে রেলের ৩ আধিকারিক গ্রেফতার! ফাঁদ পেতে সিবিআই চালাল ধরপাকড়
অভিযোগ রয়েছে, জিনিস পরিবহনের জন্য রেলে পছন্দের ব়্যাক পাইয়ে দিতেন এই অফিসাররা। আর তার বদলে নিতেন বিভিন্ন ধরনের উপকার কিম্বা ঘুষ। এমনই অভিযোগ রয়েছে পূর্ব মধ্য রেলওয়েরে তিন অফিসারের বিরুদ্ধে। এদিন সিবিআই বিশেষ ফাঁদ পেতে এই ৩ অফিসারকে ঘুষ নেওয়ার সময় জালে ফেলে দেয়। কলকাতা থেকে গ্রেফতার হন রেলের আধিকারিক সঞ্জয় কুমার, রুপেশ কুমার, সচিন মিশ্র। ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতার হন ব্যবসায়ী নওয়াল লাধা, মনোজ লাধা ও মনোজ কুমার সাহা। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ব্যবসায়ী নওয়াল লাধা আভা অ্যাগ্রো…