প্রকাশিত হল সিবিএসই দশমের ফল
নয়াদিল্লি: প্রকাশিত হল সিবিএসই দশমের (CBSE 10th Result 2022) ফল। এদিন দুপুর ২টো নাগাদ ফল প্রকাশ করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। CBSE-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ফল দেখার জন্য রোল নম্বর, স্কুলের কোড, অ্যাডমিট কার্ড। কোন কোন মাধ্যমে দেখা যাবে ফল? cbseresults.nic.in , https://cbse.digitallocker.gov.in , https://cbse.gov.in এই ঠিকানায় গিয়ে ফল দেখতে পারবে পড়ুয়ারা। এছাড়াও ডিজিলকার ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। সিবিএসই সার্ভিসেসের আওতায় ডিজিলকারে ফলাফল দেওয়া থাকবে। ডিজিলকার মোবাইল অ্যাপের মাধ্যমেও পড়ুয়ারা তাদের রেজাল্ট জানতে পারবে। এছাড়াও…