‘বিশ্বাস করি না, নরেন্দ্র মোদি করেছেন…’, ‘আসল’ ভিলেন কারা? চিহ্নিত করলেন মমতা
#কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়, রাজ্যের মাটিতে কেন্দ্রীয় এজেন্সির দাপাদাপির পেছনে আসল কারণ কারা, স্পষ্ট বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদি করেছেন। এটা বিজেপির নেতারা করেছেন। তাঁর এদিনের কথায় কার্যত এই বার্তা স্পষ্ট, প্রধানমন্ত্রী নয়, কেন্দ্রীয় এজেন্সির বাড়াবাড়ির পিছনে আসলে দায়ী আসলে বিজেপি নেতারা। তবে তাঁর এই বক্তব্যের নেপথ্যে কারণ ও যুক্তিও দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিবিআই আগে প্রধানমন্ত্রীর অধীনে ছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রীর অধীনে। তাই সিবিআই-এর অযাচিত তৎপরতার সঙ্গে সরাসরি…

