Chaitra Navratri: চৈত্র নবরাত্রির উপবাসবিধি জানেন? কেন এ সময়ে পিঁয়াজ-রসুন একেবারেই চলে না?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মা দুর্গাকে নানা ভাবে শ্রদ্ধা ভক্তি জানানোর উপযুক্ত সময় এই চৈত্র নবরাত্রি। এ সময়ে ভক্তেরা নানা নিয়ম মেনে চলেন। নদিন ধরে চলা এই ধর্মীয় উদযাপনে তাঁরা নির্দিষ্ট কিছু দিনে উপোস করেন। এবং এমনিতেও খাওয়াদাওয়া করেন কিছু নির্দিষ্ট নিয়ম মেনে। নবরাত্রির উপবাসকে বলে নবরাত্রি ব্রত। এই ব্রত পালনের সময়ে বিশেষ কিছু খাদ্য গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখতে হয়। এই খাদ্যবিধি মানা হয়, নিজের শরীর ও মনকে সংযত রাখার উদ্দেশ্যে। তাই এ সময়ে কী খাবেন,…