চাণক্য নীতি : দুটো ছোট্ট টিপস আর জীবনে অধরা থাকবে না আকাশ ছোঁওয়া সাফল্য
কঠিন কাজ চাণক্য বলেছেন যাঁরা নিরলস পরিশ্রম করতে পারেন , তিনিই সাফল্যের সুখ পান। পরিশ্রম ছাড়া উন্নতির পথ পার করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে যে ব্যক্তি পরিশ্রম করতে ভয় পায় তাঁদের সবসময় সংগ্রাম করতে হয়, কিন্তু সাফল্য আসে না। চাণক্যের আপ্তবাক্য অনুযায়ি, এই ধরনের লোকদের উপর মা লক্ষ্মীর কৃপা করেন না এবং তাঁরা সারাজীবন অর্থের কামনাই শুধু করতে পারেন। পরিশ্রম করলেই সঠিক লক্ষ্যে পৌঁছন সম্ভব হয়৷ Photo -Representative