Bangladesh New Head Coach: ভারতে চরম লজ্জার হার, হাথুরুসিংহের পত্রপাট বিদায়, বাংলাদেশের হটসিটে এবার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: ভারতে খেলতে এসে, চোখের জলে বিদায় নিয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। টেস্টের পর টি-২০ আই সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে ক্রিকেট পাগল পদ্মাপারের দেশ। এই ফলাফলের পর আর কোচকে রেয়াত করল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। চন্ডিকা হাথুরুসিংহের (Chandika Hathurusingha) পত্রপাট বিদায় দিল তারা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সংবাদ বৈঠক করে নতুন কোচের নাম ঘোষণা করে দিলেন। হাথুরুসিংহের জুতোয় পা গলালেন ফিল সিমন্স (Phil Simmons)। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন তিনি। আগামী…
