Robot opponent Breaks Chess player’s Finger: দাবা টুর্নামেন্ট চলছিল, খুদে প্রতিযোগী চাল দিতেই তার আঙুল ভেঙে দিল প্রতিদ্বন্দ্বী রোবট
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মস্কোয় চলছিল দাবা টুর্নামেন্ট। এক ৭ বছরের ছেলের সঙ্গে খেলছিল এক রোবট প্রতিযোগী। আচমকাই মারাত্মক কাণ্ড করে বসল ওই রোবট। এনিয়ে তোলপাড় রাশিয়া। মস্কো চেস ফেডারেশনের কর্তা সেরগেই লাজারেভ সংবাদসংস্থা তাস-কে জানিয়েছেন, গত সপ্তাহে ওই প্রতিযোগিতা চলছিল। সেখানে একটি ছেলের সঙ্গে খেলছিল একটি রোবট। ওই ছেলেটি চাল দিতেই তার আঙুল চেপে ধরে রোবট। সেই চাপেই ভেঙে যায় বালকের আঙুল। চার জন ছুটে এসে কোনওক্রমে রোবটের হাত থেকে ছাড়ায় বালকের হাত। রোবটের ওই কাণ্ডের একটি…