Bushra Afrin Without Job: ‘গরম’ আধিকারিক ছিলেন ঠান্ডা করার দায়িত্বে, এখন তাঁর হাতেই নাকি চাকরি নেই!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুশরা আফরিন (Bushra Afrin)? মনে পড়ছে কি নামটা? ২০২৩ সালে সোশ্য়াল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিলেন পদ্মাপারের এই সুন্দরী। বিশ্ব উষ্ণায়নের ভয়ংকর থাবা এসে পড়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকাতেও। চরম তাপমাত্রার হাত থেকে ঢাকাকে রক্ষা করার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বুশরার উপর। ঢাকার ‘চিফ হিট অফিসার’ (বাংলায় তর্জমা করলে দাঁড়ায় শীর্ষ তাপনিয়ন্ত্রক কর্মকর্তা)-এর দায়িত্ব পেয়েছিলেন বুশরা। সেই বুশরারই এখন নাকি হাতে কাজ নেই! ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে যে, বুশরা কে নিয়োগ করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স…