চরিত্র বদলে আরও ভয়ঙ্কর! একের থেকে ১৮ জনে ছড়াতে পারে, চিনে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রনের জাতভাই
বেজিং: অশনি সঙ্কেত মিলেছিল আগেই। চিনে এ বার পরিস্থিতি ভয়াবহ হওয়ার দিকেই এগোচ্ছে (China Covid Cases)। উপসর্গহীন রোগী ছাড়াই দৈনিক ২ হাজারের বেশি মানুষ রোজ আক্রান্ত হচ্ছেন নোভেল করোনাভাইরাসে (China Covid Outbreak)। এই মুহূর্তে সেখানে দাপিয়ে বেড়াচ্ছে করোনার BF.7 রূপ। অর্থাৎ আক্রান্ত রোগীদের অধিকাংশই BF.7-এ আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে (BF.7 Omicron variant)। ২০১৯-এর শেষ দিকে চিনেই প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। তার পর থেকে একাধিক বার চরিত্র বদলেছে অতি সংক্রামক এই ভাইরাস। এর মধ্যে বাকি সব রূপকে পিছনে…