Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
China Standard Map: নয়া মানচিত্রে অরুণাচল-আকসাই চিনকে ‘নিজের’ বলে দাবি চিনের! সপাটে যোগ্য জবাব ভারতের
China Standard Map: নয়া মানচিত্রে অরুণাচল-আকসাই চিনকে ‘নিজের’ বলে দাবি চিনের! সপাটে যোগ্য জবাব ভারতের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানচিত্র প্রকাশ করে ফের ভারতীয় ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করল চিন। সোমবার ‘স্ট্যান্ডার্ড ম্যাপ’-এর ২০২৩ এর নতুন সংস্করণ প্রকাশ করেছে চিন। সেখানেই অরুণাচল প্রদেশ ও আকসাই চিনের বিতর্কিত ভূ-ভাগগুলিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চিন। একইসঙ্গে তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরকেও নিজেদের ম্যাপের অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই চিনের এই ম্যাপ প্রকাশ্যে আসার পরই তার তীব্র বিরোধিতা করেছে ভারত। ভারত স্পষ্ট জানিয়েছে, অরুণাচল প্রদেশ সবসময়ই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল । আর ভবিষ্যতেও তাই-ই…

Read More