চিড়িয়াখানায় রহস্যময় প্রাণী! শনাক্ত করতে সাহায্য চাইছে কর্তৃপক্ষ!
#নয়াদিল্লি: টেক্সাসের (Texas) আমারিল্লো চিড়িয়াখানার (Amarillo Zoo) নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছিল এক রহস্যময় প্রাণীর ছবি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবার শহরবাসীর কাছে ওই প্রাণী সম্পর্কে জানতে চেয়েছে। চিড়িয়াখানার নিরাপত্তা ক্যামেরায় (Security Cameras) ধরা পড়া ওই ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসের ২১ তারিখ রাত ১টা ২৫ মিনিটের দিকে চিড়িয়াখানার ঘেরের বাইরে অন্ধকারে লুকিয়ে থাকা এই রহস্যময় প্রাণীটির ছবি ক্যামেরাতে ধরা পড়ে। যদিও এর পর থেকে আর ওই প্রাণীটির দেখা মিলছে না। ছবিতে দেখা গিয়েছে দু’পায়ে দাঁড়িয়ে রয়েছে…