প্রোটিন পাউডার খেয়ে ক্ষতি করছেন ? এই কোম্পানিকে বড় জরিমানা
Big Muscles: প্রোটিন পাওডার (Protin Powder) খেয়ে মাংস বৃদ্ধির পরিকল্পনা করছেন ? ভাল শরীর গঠনের পরিবর্তে হতে পারে ক্ষতি। কারণ অনেক ক্ষেত্রেই পাওডারের সঠিক গুণাগুণ সম্পর্কে ক্রেতাকে জানাচ্ছেই না কোম্পানি। সম্প্রতি এমনই এক কোম্পানির বিরুদ্ধে বড় জরিমানা করল কনজিউমার ফোরাম (Consumer Forum)। কাদের বিরুদ্ধে বেশি অভিযোগ চলতি বছরের শুরুতে অনেক প্রোটিন পাউডার কোম্পানির বিরুদ্ধেই উঠেছিল অভিযোগ। এই কোম্পানিগুলির বিরুদ্ধে পণ্যে মিথ্যে ও অতিরঞ্জিত দাবি করার অভিযোগ উঠেছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগই অবশ্য বিগমাসলের বিরুদ্ধে তোলা হয়েছে। এখন এক গ্রাহকের…