Cough Syrup, Guaifenesin: মৃত্যু হতে পারে শিশুদের! ভারতের ‘বিষাক্ত’ কাশির সিরাপ নিয়ে সতর্কবার্তা হু-র
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশির সিরাপে ‘বিষ’? ‘বিষাক্ত’ কাশির সিরাপ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তাতেই মহা ফ্য়াসাদে পড়েছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা। কারণ, ‘বিষাক্ত’ ওই কাশির সিরাপ তাদেরই বানানো! ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার বানানো ওই ‘বিষাক্ত’ কাশির সিরাপ নিয়ে রীতিমতো সতর্কতা জারি করেছে হু। যাতে লেখা, এই কাশির সিরাপ ব্যবহারের জন্য নিরাপদ নয়। বিশেষ করে শিশুদের জন্য। এতে মারাত্মক ক্ষতি হতে পারে শরীরের। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। গুয়াইফেনেসিন টিজি এই কাশির সিরাপটিকে নিম্নমানের পণ্য…