Coronaviurs Test: কোভিড টেস্টে বড় সাফল্য, মাত্র এক ঘণ্টায় ধরা যাবে যে কোনও ভেরিয়্যান্ট
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মাথাচাড়া দিয়ে উঠতে প্রাণঘাতী করোনা ভাইরাস। ভারত সহ বিশ্বের অনেক দেশে বিগত কয়েকদিনে করোনা সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এবং অনেক দেশে ওমিক্রন ভেরিয়েন্টের সাব-ভেরিয়্যান্টও দেখা দিয়েছে। এদিকে, বিশেষজ্ঞরা কোভিড-19 পরীক্ষার একটি নতুন পদ্ধতি খুঁজে বার করেছেন। যা মাত্র এক ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত করবে। RTPCR পরীক্ষা কোভিড -19 শনাক্ত করতে প্রায় ২৪ ঘন্টা সময় নেয়। এমনকী সাবভেরিয়্যান্টও আক্রান্ত কি না তা বার করতে বেশ কয়েক দিন সময়ও লেগে যায়। CoVarScan নতুন টেস্টিক্যাল টেকনোলজি …