স্মৃতিভ্রংশ হচ্ছে কম বয়সেই, ঘিরে ধরছে অবসাদ ! মস্তিষ্কেও কোভিডের বিষদাঁত, চাঞ্চল্যকর ফল গবেষণায়
ঝিলম করঞ্জাই, কলকাতা: শুধু বয়স্কদের মধ্যেই নয়, অল্পবয়সীদের মধ্যেও বাড়ছে স্মৃতিভ্রংশের প্রবণতা। বাড়ছে অবসাদগ্রস্ত হওয়ার ঘটনাও। এর সঙ্গে কী করোনা আক্রান্ত হওয়ার কোনও যোগ আছে? লং কোভিড নিয়ে নানা রকম তথ্য আজ ইস্তক সামনে এসেছে। কোভিড যে তলে তলে কী কী ক্ষতি করে গিয়েছে, তা প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। সাম্প্রতিক কালে অল্পবয়সীদের মধ্যেও বাড়ছে স্মৃতিভ্রংশের প্রবণতা নিয়ে রিসার্চ করেছিলেন চিকিৎসকরা। ICMR-এর সঙ্গে যৌথভাবে উদ্যোগী হয়ে গবেষণা করেছেন কলকাতার বাঙুর ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেস এবং SSKM হাসপাতালের চিকিৎসক-গবেষকরা। আর তাতেই…