Covid Nasal Vaccine: করোনার নেজাল ভ্যাকসিনের দাম কত; কবে আসছে বাজারে, জানাল ভারত বায়োটেক
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাজারে আসছে ভারত বায়েটেকের করোনার নেজাল ভ্যাকসিন। বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে এই ভ্যাকসিন। অর্থাত্ ছুঁট ফোটানোর ব্যথা আর নয়। নাকে কয়েক ফোঁটা ভ্যাকসিন পড়লেই শরীরে তৈরি হবে করোনার সঙ্গে লড়াই করার ক্ষমতা। বিনা পয়সায় পাওয়া গিয়েছিল করোনার ভ্য়াকসিন। কিন্তু এই নেজাল ভ্যাকসিন কিনতে দাম পড়বে কত? এই প্রশ্নটাই এতদিন ঘুরপাক খাচ্ছিল। ভ্যাকসিনটি তৈরি করেছে ভারত বায়েটেক। ভারত বায়োটেকের নেজাল ভ্যাকসিন iNCOVACC এর দাম বেসরকারি হাসপাতালে পড়বে ৮০০ টাকা। এর সঙ্গে যোগ হবে ৫…