Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
India New Covid Cases: ভারতে নতুন করে থাবা বাড়াচ্ছে কি কোভিড? মাঝে-মাঝেই লাফিয়ে বাড়ছে সংক্রমণ…
India New Covid Cases: ভারতে নতুন করে থাবা বাড়াচ্ছে কি কোভিড? মাঝে-মাঝেই লাফিয়ে বাড়ছে সংক্রমণ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে ২১৪৯ টি অ্যাকিটভ কেস দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে ডেইলি পজিটিভিটি রেট এই মুহূর্তে ০.১৪ শতাংশ এবং মোট সংক্রমণের অ্যাকটিভ কেস হল ০.০১ শতাংশ। এই প্রেক্ষিতে নতুন করে ৯১টি সংক্রমণের কেস সম্প্রতি জানা গিয়েছে। যা নিয়ে নড়েচড়ে বসেছে দেশের স্বাস্থ্যমন্ত্রক। আর এর ফলে, এই নিয়ে অ্যাকটিভ কেস দাঁড়াল ১৮১৭টি। কোভিড রিলেটেড ডেথ কাউন্ট দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৭৬৯! চিনের অবস্থা প্রকাশ্যে আসার পরই করোনা সংক্রমণ নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে…

Read More