Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
হঠাৎ করে বুড়িয়ে গেল চাঁদ, তাও কুড়ি কোটি বছর!
হঠাৎ করে বুড়িয়ে গেল চাঁদ, তাও কুড়ি কোটি বছর!

প্রকৃতি পরিবেশ সম্পর্কে মানুষের জ্ঞান হওয়ার পর থেকেই দূর আকাশের উজ্জ্বল চাঁদের প্রতি তার আগ্রহ জন্মেছি। সময় যত এগিয়েছে চাঁদের মাটি স্পর্শ করা থেকে চাঁদ সম্পর্কে বহু অজানা তথ্য সামনে এসেছে আমাদের। আরও একবার চমকে দেওয়ার মত তথ্য সামন এল সাম্প্রতিক অনুসন্ধানের ফল। এর আগে মহাকাশ বিজ্ঞানীদের ধারণা ছিল চাঁদের অধিকাংশ অংশের গড় বয়স প্রাক্য ২০ কোটি বছরের কাছাকাছি। কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে আরও প্রাচীন এই উপগ্রহের জন্মবৃত্তান্ত। আমাদের নিকটতম উপগ্রহ চাঁদের গর্তগুলি গবেষণা করে গবেষকরা বলছেন চাঁদের বয়স…

Read More