বিয়ের পর স্ত্রীকে ছেড়ে কাটিয়েছেন এক বছর, ‘বেটার হাফ’কেই পদক উৎসর্গ পূজারির
বার্মিংহাম: বিয়ে করেছেন সবে এক বছর হয়েছে। তবে লক্ষ্য যে দেশকে গর্বের মুহূর্ত উপহার দেওয়া। আন্তর্জাতিক মঞ্চে তেরঙা ওড়ানো। তাই গুছিয়ে সংসার করতে পারেননি। এমনকী, নববধূকে ছেড়েই কাটিয়ে দিতে হয়েছে প্রায় এক বছর। নিজেকে নিরলস সাধনায় ডুবিয়ে রেখেছিলেন। ত্যাগ আর পরিশ্রমের পুরস্কারও পেলেন গুরুরাজা পূজারি (Gururaja Pujary)। কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে পুরুষদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন। টানা দুই কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) পদক। সাফল্যের পর পূজারি পদক উৎসর্গ করলেন স্ত্রীকে। কমনওয়েলথ গেমসের সম্প্রচারকারী চ্যানেলে পূজারি বললেন, ‘আমি খুব খুশি।…