শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! কমনওয়েলথ গেমসে সোনাজয়ীর প্যারিস অলিম্পিক্সে নামার স্বপ্ন কার্যত শেষ
নয়াদিল্লি: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে তিনি সোনা জিতেছিলেন। তাঁকে নিয়ে হইচইও কম হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, একাধিক পুরস্কার। স্বীকৃতি। ‘সাফল্যে ওর মাথা ঘুরে গিয়েছে। ও বাতিলের খাতায় চলে গিয়েছে। ওইরকম প্রতিভা নষ্ট হয়ে গেল,’ বলছিলেন সর্বভারতীয় ভারোত্তোলন সংস্থার প্রধান সহদেব যাদব। যাঁকে নিয়ে এত হই চই, তিনি ভারোত্তোলক জেরেমি লালরিননুঙ্গা (Jeremy Lalrinnunga)। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেননি। সেই অভিযোগে তাঁকে জাতীয় শিবির থেকে গত সপ্তাহে বার করে দেওয়া হয়। ট্রায়ালে অংশ না নেওয়ায় ৪ সেপ্টেম্বর থেকে রিয়াধে ভারোত্তোলনে…