Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ফের হ্যাকারের কবলে ডোনার ফেসবুক, সাইবার ক্রাইমে জানানো হল অভিযোগ
ফের হ্যাকারের কবলে ডোনার ফেসবুক, সাইবার ক্রাইমে জানানো হল অভিযোগ

কলকাতা: কয়েকদিন আগেই ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly)। অনেক কষ্টে সেই প্রোফাইল পুনরুদ্ধার করা হয়েছিল। তবে হ্যাকাররা যেন সৌরভ ঘরনির পিছু ছাড়ছে না। ফের ডোনার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হল। শনিবার রাতে ডোনার প্রোফাইল হ্যাক করা হয়েছে। বদলে দেওয়া হয়েছে প্রোফাইল ছবিও। এবং তারপর থেকে একের পর এক আপত্তিকর পোস্ট হয়ে চলেছে সেই প্রোফাইল থেকে। এ ব্য়াপারে শনিবার গভীর রাতে ডোনার সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি আনন্দ (ABP Ananda)। গোটা ঘটনায় ভীষণ বিব্রত তিনি। বিশেষ করে বারবার হ্যাকাররা…

Read More