Cyclone Harry: হাড়হিম ‘হ্যারি’র ছোবলে ভয়াল বৃষ্টি, ৪ কিমি ভয়াবহ ধস! এমন ঘূর্ণিঝড় শেষ কবে এসেছে? ১৫০০ মানুষই…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘূর্ণিঝড় হ্যারির (Cyclone Harry) প্রভাবে ভয়ংকর পরিস্থিতি ইতালিতে (Cyclone Harry in Italy)। ইতালির ক্যালাব্রিয়া, সিসিলি ও সার্ডিনিয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। এর পর সে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। টানা ভারী বৃষ্টিপাতে সিসিলির নিশেমি শহরে ভয়াবহ ভূমিধসে অন্তত ১৫০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। চার কিমি ধস মঙ্গলবার ইতালির নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেচি জানিয়েছিলেন, ঘর্ণিঝড়ের জেরে ঘটা বৃষ্টিতে যে ভূমিধস হয়েছে সেটি শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হওয়ায় নিরাপত্তা বেষ্টনী ১০০ মিটার থেকে বাড়িয়ে ১৫০…

)