Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Debolinaa Nandy: ‘বেঁচে গিয়ে যেন বড় ভুল করে ফেলেছি ! আমি সম্পর্ক ভাঙায় বিশ্বাসী নই…’, প্রথমবার মুখ খুললেন দেবলীনা নন্দী
Debolinaa Nandy: ‘বেঁচে গিয়ে যেন বড় ভুল করে ফেলেছি ! আমি সম্পর্ক ভাঙায় বিশ্বাসী নই…’, প্রথমবার মুখ খুললেন দেবলীনা নন্দী

দেবলীনা প্রথমেই স্পষ্ট করে দেন যে, অনেকেই তাঁকে প্রশ্ন করেছেন যে, সম্পর্কে অশান্তি থাকলে, কেন তিনি তা ছেড়ে বেরিয়ে আসেননি? দেবলীনার কথায়, ‘‘আমাদের প্রেম করে বিয়ে। প্রবাহর পক্ষ থেকে কী ছিল জানি না, আমার তরফ থেকে তো ভালবাসা ছিল। পাগলের মতো ভালবেসেছি প্রবাহকে। ছেড়ে বেরিয়ে আসা এতটা সহজ নয়।’’প্রথমবার মুখ খুললেন দেবলীনা নন্দী কলকাতা: সোশ্যাল মিডিয়া খুললেই এখন যে একজনকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা বাংলায় ৷ তিনি হলেন দেবলীনা নন্দী ৷ তিনি ও তাঁর স্বামীর ব্যক্তিগত জীবনই এখন চর্চার…

Read More