Deepak Chahar: জোমাটোর ভয়ংকর 'জালিয়াতি'! অগ্নিশর্মা ভারতীয় তারকা, পোস্ট দেখে থ নেটাগরিকরা
২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেকদিন পর আবার খবরে ভারতের তারকা পেসার দীপক চাহার (Deepak Chahar)। ৩১ বছরের উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা, গতবছর পয়লা ডিসেম্বর শেষবার দেশেরে জার্সিতে টি-২০ খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে চাহার এবার খবরে এলেন একেবারে অক্রিকেটীয় কারণে। ফুড ডেলিভারি সংস্থা জোমাটোর (Zomato) ভয়ংকর ‘জালিয়াতি’র শিকার হয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে আইপিএল খেলা ক্রিকেটার। এমনটাই অভিযোগ চাহারের। তাঁর পোস্ট দেখে নেটাগরিকরা আঁতকে উঠেছেন। February 24, 2024 কী হয়েছে চাহারের সঙ্গে? আগ্রা ক্য়ান্টমেন্টের সদর বাজার এলাকায় রয়েছে…