Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কতদিন পর্যন্ত বজায় থাকবে ডেঙ্গির দাপট? আশার আলো দেখাতে পারলেন চিকিৎসকরা?
কতদিন পর্যন্ত বজায় থাকবে ডেঙ্গির দাপট? আশার আলো দেখাতে পারলেন চিকিৎসকরা?

ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্যে পরপর ডেঙ্গি ( Dengue ) আক্রান্তের মৃত্যুতে ক্রমেই বাড়ছে উদ্বেগ। কলকাতা পুরসভা ( KMC ) এলাকাই হোক বা জেলার বিভিন্ন পুর এলাকা, মৃত্যু রোখা যাচ্ছে না কিছুতেই। চরিত্র বদলে আরও ভয়ঙ্কর ডেঙ্গি! সময়ে রোগ নির্ণয়ের ক্ষেত্রে যা রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে চিকিৎসকদের। স্বাভাবিকভাবেই ডেঙ্গির দাপট নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে মানুষের প্রশ্ন, কবে যাবে ডেঙ্গি? বিশেষজ্ঞদের ধারণা, পুজো পেরিয়েও দাপট দেখাতে পারে ডেঙ্গি। বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বর পর্যন্ত থাকতে পারে ডেঙ্গির…

Read More