ধূপগুড়ি কার দখলে ? বাম-কংগ্রেসের চমক নাকি বিজেপির শক্ত দখল ? তৃণমূল কি ঘোরাবে চাকা ?
উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজা চট্টোপাধ্যায়, ধূপগুড়ি : শুক্রবার ৬ রাজ্যের ৭ বিধানসভায় উপনির্বাচনের (BY Election) ফল ঘোষণা। তার মধ্য়ে অন্য়তম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র (Dhupguri Assembly)। ২০২১-এর নির্বাচনে, এই কেন্দ্রটি দখল করেছিল বিজেপি (BJP)। এবারও কি ক্ষমতা দখলে রাখতে পারবে তারা ? এবার তৃণমূল বনাম বিজেপি বনাম বাম-কংগ্রেসের যৌথ প্রার্থী। উপনির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ফল কী হবে ? চমক দেখাবে বাম-কংগ্রেস জোট বা তৃণমূল কংগ্রেস ? ১৯৭৭-এ যেবার বামফ্রন্ট প্রথম রাজ্যের ক্ষমতায় এল সেই তখন থেকেই ধূপগুড়ি বিধানসভা ছিল…