Digha Tourism: পুজোয় দিঘা ঘুরতে যাওয়া প্ল্যান? ঠাকুরও দেখবেন? সব হবে! দারুণ বন্দোবস্ত করে দিল পুলিশ
এবারের দুর্গোৎসবকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকায় উৎসবের আবহ। বিশেষ করে দিঘা ও কাঁথি শহরে একেবারে জমজমাট আমেজ। দুর্গাপুজোয় দিঘা ভ্রমণ কাঁথি, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: এবারের দুর্গোৎসবকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকায় উৎসবের আবহ। বিশেষ করে দিঘা ও কাঁথি শহরে একেবারে জমজমাট আমেজ। দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার প্রথম দুর্গোৎসব আয়োজন করা হচ্ছে। সমুদ্র সৈকতের টান তো রয়েছেই, তার সঙ্গে আকর্ষণীয় থিমে সেজে ওঠা একাধিক পুজোমণ্ডপ পর্যটকদের বাড়তি টান…

