শ্রীলঙ্কার চিনা রাষ্ট্রদূতের মন্তব্যে কড়া বার্তা ভারতের
কলম্বো: শ্রীলঙ্কায় (sri lanka) চিনের (china) রাষ্ট্রদূত (envoy) যে ভঙ্গিতে কথা বলেছেন, তা নিয়ে কড়া বার্তা দিল ভারত (india)। সে দেশের ভারতীয় দূতাবাস শনিবার ট্যুইটারে (tweet) লিখল, ‘চিনা রাষ্ট্রদূতের মন্তব্য আমরা খেয়াল (note) করেছি। এই কূটনৈতিক (diplomatic) সৌজন্যহীন মন্তব্য হয়তো তাঁর ব্যক্তিগত বৈশিষ্ট্য হতে পারে। আবার তাঁর দেশের বৃহত্তর মনোভাবের পরিচায়কও (larger national attitude) হতে পারে।’ হালেই কলম্বোয় বেজিংয়ের প্রতিনিধি কি জেনহং দ্বীপরাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের পাশে থাকার কথা বলতে গিয়ে ‘দূরের বা কাছের’ কিছু দেশের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে ‘বুলি’…