সাধারণ টিভিই হয়ে যাবে স্মার্ট টিভি! খরচ মাসে ২৫ টাকা
OTT-র চাহিদা বাড়ছে ক্রমেই। চিরাচরিত টিভির কাটতি সময়ের সঙ্গে হ্রাস পাচ্ছে। তবে ওটিটি দেখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল, এর জন্য আধুনিক স্মার্ট টিভি চাই। এদিকে সেটি একটি বড় এককালীন খরচের ব্যাপার। সেই কারণেই অনেকে পিছিয়ে আসেন। তবে সাধারণ টিভিতেও চাইলে OTT দেখা যেতে পারে। বর্তমানে বাজারে এ হেন বেশ কিছু অপশন রয়েছে। আমাজন ফায়ার স্টিকের মতো অপশন তো আছেই। তার পাশাপাশি জিও ফাইবারের বান্ডিল প্যাকেও টিভির সঙ্গে OTT, স্মার্ট টিভি ফিচার্স জুড়ে দেওয়া যায়। কিন্তু সেই সংযোগ বা…