প্রথমবারেই UPSC সিভিল সার্ভিসে তৃতীয় অনন্যা! মেয়েদের মধ্যে প্রথম, কী টিপস দিলেন?
প্রথমবার পরীক্ষা দিয়েই UPSC সিভিল সার্ভিসেসে তৃতীয় হলেন দোনুরু অনন্যা রেড্ডি। যিনি মেয়েদের মধ্যে দেশে প্রথম হয়েছেন। শুধু সেটাই নয়, বাড়িতে বসেই প্রায় পুরো প্রস্তুতি সেরেছেন ২২ বছরের অনন্যা। শুধুমাত্র অ্যানথ্রোপজির (নৃতত্ববিদ্যা) জন্য কয়েক মাস হায়দরাবাদে গিয়ে কোচিং নিয়েছিলেন। তেলাঙ্গানার মহবুবনগর জেলার ছোট্ট গ্রাম পোন্নেকালের বাসিন্দা অনন্যা বলেন, ‘বাড়িতে বসেই ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। শুধু অ্যানথ্রোপজির জন্য কয়েক মাস হায়দরাবাদে গিয়ে কোচিং নিয়েছিলাম।’ আর তাতেই মিলেছে সাফল্য। বয়স মাত্র ২২ হলেও সেই সাফল্য পাওয়ার স্বপ্নটা দীর্ঘদিন ধরেই দেখে…