হুইলচেয়ারে বসে বিশ্বজয়ের স্বপ্ন, ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঘাটাল থেকে তাইল্যান্ড
সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: বছর ছয়েক আগের ঘটনা। বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন। চোট এতটাই মারাত্মক ছিল যে, বাইকের হ্যান্ডেল কোমরের হাড় ভেঙে কার্যত বিঁধে গিয়েছিল শরীরে। চলৎশক্তিহীন অপূর্ব সামন্তর (Apurba Samanta) বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকেরা। হতাশায় দু-দুবার আত্মহননের চেষ্টা করেছেন। কিন্তু কথায় আছে না, রাখে হরি তো মারে কে! পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরের দাসপুরের দুবরাজপুর গ্রামের অপূর্ব জীবন সংগ্রামে হার মানতেও মানতেও যেন জিতে গিয়েছেন। মৃত্যুভয় নয়, অবসাদযন্ত্রণা নয়, এখন তাঁর চোখে…