বাবা হয়েই বিপাকে দুর্নিবার! হাসপাতাল থেকে শিশুর ভিডিয়ো পোস্ট করে পড়লেন ট্রোলে
সারেগামাপা দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন গায়ক দুর্নিবার সাহা। বাংলা গানের প্লে ব্যাকের দুনিয়ায় নামও করেছেন। কদিন আগেই বাবা হয়েছেন। বিয়ের ১ বছর পূর্তির আগেই কোল আলো করে এসেছে দম্পতির প্রথম সন্তান। ছেলের জন্ম দিয়েছেন স্ত্রী মোহর। ৪ ফেব্রুয়ারি ছেলে হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন দুর্নিবার। ভেসে গিয়েছিল শুভেচ্ছার বন্যা। তবে তার মাঝেই বিপাকে পড়তে হল গায়ককে। বাচ্চার ভিডিয়ো শেয়ার করে পড়লেন নেটপাড়ার রোষে। এমনকী তড়িঘড়ি নিজের সেই পোস্টখানি মুছেও ফেলেছেন। ২০২৩ সালে ৯ মার্চ বেশ…