নয়া যন্ত্রে বিপদ বেশি? এভাবেই কানের বারোটা বাজাচ্ছে ইয়ারপড, নেকব্যান্ড
প্রযুক্তি উন্নত হয়েছে। এর সঙ্গে সঙ্গেই ইয়ারফোন আর হেডফোনের স্থান দখল করে নিয়েছে ইয়ারপড, নেকব্যান্ডের মতো অত্যাধুনিক যন্ত্র। সাধারণ বাজারচলতি ইয়ারফোনের তুলনায় ইয়ারপড, নেকব্যান্ডের দাম বেশি নয়, যথেষ্ট বেশি। কিন্তু চড়া দামে বিক্রিত হওয়ার মতো সুরক্ষা কি এই যন্ত্রের রয়েছে? কানের কতটা ক্ষতি হচ্ছে এই অত্যাধুনিক যন্ত্র ব্যবহারের ফলে? সম্প্রতি HT বাংলার সঙ্গে আলোচনা করলেন ফর্টিস আনন্দপুর হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক বিজয় ভাল্লা। কতটা নিরাপদ ইয়ারপড, নেকব্যান্ড? চিকিৎসক ভাল্লার কথায়, অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র হলেও ইয়ারপড, নেকব্যান্ড একই সিস্টেমে সাউন্ড…