জাপানে তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা পৌঁছল ৬.৪
টোকিও : ফের ভয়াবহ ভূমিকম্প জাপানে (Earthquake in Japan)। রিখটার স্কেলে যার মাত্রা পৌঁছল ৬.৪-এ। এমনই খবর জাপান আবহাওয়া দফতর সূত্রের। ভূমিকম্পের কেন্দ্রস্থল জাপানের বুঙ্গো চ্যানেলে। এটা এমন একটা প্রণালী যা জাপানের কাইশু দ্বীপকে শিকোকুর সঙ্গে আলাদা করেছে। তবে, সুনামির কোনো সতর্কবার্তা নেই (No Tsunami Warning)। জাপান আবহাওয়া বিভাগ সূত্রের খবর, জাপানের স্কেল ১-৭ এর ভিত্তিতে এহিম ও কোচিতে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬। স্থানীয় সংবাদ পত্রের খবর অনুযায়ী, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই এখনও অবধি। এদিকে এহিমে অবস্থিত ইকাটা…