কোভিডের নয়া প্রজাতি, আরও ভয়াবহ, আচমকাই বাড়তে পারে মৃত্যু, নজর রাখছে WHO
করোনা ভাইরাসের এবার নয়া প্রজাতি। নাম EG.5 প্রজাতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একাধিক করোনা ভাইরাসের প্রজাতি নিয়ে ইতিমধ্য়ে খোঁজখবর করে দেখছে। এবার সেই প্রজাতির ভাইরাস আমেরিকা ও ইংল্যান্ডে ছড়িয়েছে বলে খবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আদহানম ঘেবরেসাস একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এটা আরও ভয়াবহ প্রজাতি। এর ঝুঁকি আরও বেশি। এর জেরে রোগের প্রকোপ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে মৃ্ত্যুর সংখ্য়া ক্রমশ বাড়তে পারে। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঝুঁকি সংক্রান্ত একটি রিপোর্টও প্রকাশ করেছে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা…