এনগেজমেন্ট ভাঙলে দামি আংটির অধিকার কার? ৬০ বছরের পুরনো নিয়ম বাতিল
এনগেজমেন্ট ভেঙ্গে গেলে আংটি হবে কার, এই জটিল প্রশ্নের উত্তর দিল আদালত। এক মামলার শুনানিকালে এ বিষয়ে রায় দিয়েছে আমেরিকার ম্যাসাচুসেটসের সবচেয়ে বড় আদালত। আসলে শুনানির সময়, বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল ৭০,০০০ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৪০ লক্ষ টাকার একটি আংটি। প্রেমে পড়ে বাগদান করেছিল এক দম্পতি, কিন্তু বিয়ের আগে ভালোবাসার অনুভূতি হয়ে গিয়েছিল উধাও। ভেঙে যায় সম্পর্ক। কিন্তু আংটি ফেরত আসেনি। মামলা ওঠে আদালতে। তারই শুনানি ছিল এদিন। আসল ব্যাপারটি কী ঘটেছিল আমেরিকার ক্রস জনসন এবং ক্যারোলিন সেটিনোর মামলা…