SRK’s KING Release Date Confirmed: বড়দিনে বড়পর্দায় বাদশা! ২০২৬-এর শেষে ফিরছেন ‘কিং’ শাহরুখ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাহরুখ খান মানেই বক্স অফিসে সুনামি, আর সেই সুনামির পরবর্তী ঢেউ আছড়ে পড়তে চলেছে ২০২৬-এর বড়দিনে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অফিশিয়ালি ঘোষণা করা হলো শাহরুখের মেগা প্রজেক্ট ‘কিং’-এর মুক্তির তারিখ। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে এই ছবি অর্থাৎ ২০২৬-এর বিদায় আর ২০২৭-এর শুরুটা হতে চলেছে রাজকীয় মেজাজে। ঠিক তিন বছর আগে এই সময়েই মুক্তি পেয়েছিল ‘পাঠান’, যা বলিউডের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই ‘পাঠান’ ম্যাজিকের তিন বছর পূর্তিতেই পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং শাহরুখ খান তাঁদের…

