মাধ্যমিকের ভূগোলে এবার কি ঢেলে নম্বর উঠবে? প্রশ্নপত্র দেখে কী বলছেন শিক্ষকরা
আজ ছিল মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন। আজ ভূগোল পরীক্ষা হয়ে গেল। এমনিতে ভূগোল পরীক্ষাটিকে ভালো নম্বর তোলার জায়গা বলেই মনে করা হয়। অঙ্কের পরেই সবচেয়ে বেশি নম্বর এই বিষয়টি থেকেই উঠতে পারে বলে মনে করেন অনেকে। কিন্তু এবারের ভূগোল প্রশ্ন কেমন হল? এবারেও কি ভালো নম্বর উঠতে পারে এই প্রশ্নপত্রে? কী বলছেন শিক্ষকরা? ভূগোল পরীক্ষার শেষ হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল ভূগোলের শিক্ষকদের সঙ্গে। কী বলছেন তাঁরা? কী বলছেন এবারের ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে? জেনে নেওয়া যাক।…