চলন্ত গাড়িতে চোখ লেগে এল চালকের! বিশেষ এই যন্ত্র সতর্ক করবে সঙ্গে সঙ্গে
#বর্ধমান: দেশ তথা রাজ্যের মধ্যে প্রথম পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের গাড়িতে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে ড্রাইভার মনিটরিং ডিভাইস । গাড়ির ড্যাশ বোর্ডে ওপর বসানো এই ডিভাইস একদিকে যেমন ড্রাইভার ঘুমিয়ে পড়লে শব্দ করে ড্রাইভার ও সহযাত্রীদের সচেতন করবে ঠিক তেমনই সরাসরি ডিভাইসটি ভিডিও-সহ বার্তা পৌঁছাবে পুলিশের কন্ট্রোল রুমে। এর ফলে দুর্ঘটনা এড়ানো যেমন সম্ভব হবে, ঠিক তেমনি পরবর্তীতে দুর্ঘটনার তদন্তের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে বলে মনে করছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। কী ভাবে কাজ করবে এই ডিভাইস…