করোনায় অনাথ শিশুদের জন্য পিএম কেয়ার স্কিম!ভবিষ্যতের সুরক্ষায় কীভাবে কাজ করে এটি?
#নয়াদিল্লি: করোনার করাল গ্রাসে মা-বাবাকে হারিয়ে অনাথ হয়ে গিয়েছে অসংখ্য শিশু। তাদের জন্যই ‘পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম’-এর ( PM CARES for Children) অধীনে নতুন স্কলারশিপ এবং স্বাস্থ্য বিমা নিয়ে এল মোদি সরকার। অসহায় অনাথ শিশুদের ভবিষ্যতের জন্যই এই স্কিমের ঘোষণা করা হয়েছে। বর্তমানে দেশে করোনায় অনাথ শিশুর সংখ্যা কত? চলতি বছরের ফেব্রুয়ারিতে ল্যানসেটের (Lancet) একটি সমীক্ষায় দাবি করা হয়, ভারতে করোনা সংক্রমণের প্রথম ২০ মাসের মধ্যে ১৯ লাখ শিশু নিজের বাবা-মা দুজনকেই হারিয়েছেন। সেই সময় এই পরিসংখ্যানকে ‘অত্যাধুনিক…