মনপসন্দ সোনার গয়না না দিতে পারায় বধূকে ‘খুন’! ফরাক্কায় ভয়াবহ ঘটনা
#মুর্শিদাবাদ: এক ভরি সোনার গয়না না দিতে পারায় গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুর-শাশুড়ি এবং জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম সাবেদা খাতুন। বয়স ১৮ বছর। বাবার বাড়ি সামশেরগঞ্জ থানার মালঞ্চ গ্রামে। মৃতের বাবার অভিযোগ, প্রায় দশ মাস আগে তার মেয়ের সাবেদা খাতুনের বিয়ে হয়েছিল ফরাক্কার ব্রাহ্মণগ্রামের বাসিন্দা রবিউল সেখের সঙ্গে। বেশ কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতে তার মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতে। প্রায় একমাস আগে তার মেয়েকে এক ভরি…