NHAI | FASTag: চালু হয়ে গেল FASTag-এর নতুন নিয়ম! হাইওয়েতে এবার চালাতে পারবেন তো আপনার গাড়ি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) সোমবার, এপ্রিল ১, ২০২৪ থেকে নতুন নিয়ম চালু করেছে। এই দিন থেকে ‘এক গাড়ি, এক FASTag’ উদ্যোগ চালু করেছে। NHAI-এর এই উদ্যোগের লক্ষ্য একাধিক যানবাহনের জন্য একটি একক FASTag ব্যবহার বা একটি গাড়ির সঙ্গে একাধিক FASTag যুক্ত করার পদ্ধতিকে বন্ধ করা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)-র নির্ধারিত নির্দেশিকা লঙ্ঘন করে বাধ্যতামূলক KYC প্রক্রিয়া সম্পূর্ণ না করেই একই গাড়ির জন্য একাধিক FASTags জারি করার সাম্প্রতিক রিপোর্টের কারণে NHAI এই…