Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Abhishek Sharma Smashes World Record: বৃষ্টিস্নাত ব্রিসবেনে বিশ্বরেকর্ড অভিষেকের, যুবির শিষ্যই প্রথম ক্রিকেটার হিসেবে…
Abhishek Sharma Smashes World Record: বৃষ্টিস্নাত ব্রিসবেনে বিশ্বরেকর্ড অভিষেকের, যুবির শিষ্যই প্রথম ক্রিকেটার হিসেবে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিসবেনে শনিবার, ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-২০আই সিরিজের শেষ তথা পঞ্চম খেলা বৃষ্টিতেই পণ্ড হয়ে যায়। ভারতের ইনিংসের তথা পুরো ম্যাচেই মাত্র ৪.৫ ওভার খেলা হয়েছে। তারপর আর একটি বলও গড়ায়নি। গত বৃহস্পতিবার কুইন্সল্যান্ডে সিরিজের চতুর্থ ম্যাচ জিতে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) ২-১ এগিয়ে গিয়েছিলেন। আর সেই ফলেই ভারত হাতে বিজয়ীর ট্রফি তুলল। অজিদের বিরুদ্ধে ১৬৩ রান করার সুবাদে অভিষেক শর্মা সিরিজের সেরা হয়েছেন পাশাপাশি বিশ্বরেকর্ডও করেছেন এদিন (Abhishek Sharma Smashes World Record) ব্রিসবেনে অভিষেকের…

Read More