স্মার্টফোন হারিয়ে গিয়েছে ? মাথা ঠান্ডা করে দেখে নিন কী কী করতে হবে আপনাকে
What To Do If You Have Lost Your Phone: হামেশাই হারিয়ে যায় স্মার্টফোন। কখনও খবরের কাগজের তলায় চাপা পড়ে যায়, কখনও থেকে যায় বাজারের ব্যাগের মধ্যে। কিন্তু এর থেকেও বড় বিপদ হতে পারে বাড়ির বাইরে ফোন হারালে। এক নজরে দেখে নিন নিজেদের ফোন হারিয়ে গেলে বা চুরি গেলে প্রথমেই কী কী পদক্ষেপ করা উচিত। ১. নিজেদের ফোনে কল করা উচিত — ফোন ভুল করে কোথাও ফেলে এলে, প্রথমেই নিজের নম্বরে কল করা উচিত। কোনও সৎ মানুষ ফোনটি খুঁজে পেলে নিশ্চয়ই…