Diwali Firecrackers: সাবধান ! কালী পুজোতেই হারাতে পারে আপনার বাচ্চার দৃষ্টি শক্তি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন বাদেই কালীপুজো। তার আগে রমরমা বাজার বাজির। বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে শব্দবাজি। আইনের কড়াকড়ি যতই থাক, কালীপুজোর রাতে বাজি পুড়বেই। আর বাজির ধোঁয়ায় বাতাসও দূষিত হবে। কিন্তু এই বাজির ধোঁয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে শিশুদের। এছাড়াও বাজির ধোঁয়া ক্ষতি করতে পারে আপনার ফুসফুসকে। এই রাসায়নিক চোখের কর্নিয়ায ঢুকে গেলে দৃষ্টিশক্তিও চলে যেতে পারে। বাজির ধোঁয়ায় থাকে সালফার ডাই- অক্সাইড, বেরিয়াম অক্সাইড, নাইট্রেট, ম্যাঙ্গানিজ, ক্যাডমিয়াম সহ বিভিন্ন ভারী বিষাক্ত যৌগ, যা মানুষ সহ সমস্ত…