কলকাতা থেকে উড়েছিল বিমান, রাঁচিতে ল্যান্ড করার সময় এ কী হল! যাত্রীদের চিৎকার! বিরাট দুর্ঘটনা ঘটতে চলেছিল আবার?
রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে কলকাতা থেকে আসা ইন্ডিগো ফ্লাইট 6E 6144-এর সামনের চাকার টায়ার ফেটে যাওয়ায় বিপত্তি! বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হয়।রাঁচি বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল, ইন্ডিগো বিমানের চাকা ফুটো — যাত্রীদের পাটনায় পাঠানো হল ট্যাক্সিতে রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে শুক্রবার এক বড়সড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল। কলকাতা থেকে আসা ইন্ডিগোর ফ্লাইট 6E 6144 রাঁচিতে অবতরণের পর নিয়মমাফিক চেকআপ চলাকালীন বিমানটির সামনের চাকার টায়ার ফেটে যাওয়া ধরা পড়ে। ঘটনার সময় ছিল দুপুর ৩:১৫ নাগাদ। বিমানটি নিরাপদে অবতরণ…


